মণিপুর নিয়ে অনাস্থা বিতর্কে অংশ নিয়ে লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীকে (Adhir Choudhury) কার্যত ব্যঙ্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। লোকসভায় তিনি জানান, সম্ভবত কলকাতা থেকে কোনও ফোন এসেছিল।
প্রধানংমন্ত্রী বলেন, "এমন ঘটনা হল, যা কোনও দিন দেখিনি, শুনেছি বা কল্পনা করেছি। সবথেকে বড় বিরোধী দলের নেতাকে বলতেও দেওয়া হয়নি। এবার অধীরবাবুর কি পরিস্থিতি তৈরি হল। ওনার দল ওনাকে বলতে সুযোগই দিল না। গতকাল অমিত শাহ বলেছিলেন, যে এটা ভাল দেখাচ্ছে না। আপনি সুযোগ দিয়েছেন। সময় শেষ হওয়ার পরেও সুযোগ দিয়েছেন। কিন্তু গুড়কে গোবর কীভাবে করতে হয়, তার জন্য আপনি শ্রেষ্ঠ।"
আরও পড়ুন:
এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে- সংসদে বক্তব্য রাখেন অধীর চৌধুরী। প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তিনি।