স্বাধীনতা দিবসে (Independence Day 2022) লালকেল্লার ভাষণে দেশের দুর্নীতি নিয়ে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন প্রধানমন্ত্রী বলেন, "দেশের পরিস্থিতি ভাল নয়। ভারতের মতো গণতন্ত্রে একদল মানুষকে দারিদ্রের সঙ্গে লড়াই করতে হচ্ছে। একদল মানুষের থাকার জায়গা নেই। আর একদল মানুষ চুরি করে মাল রাখার জায়গা পাচ্ছে না।"
স্বাধীনতা দিবসের ভাষণে পরিবারতন্ত্রকেও আলাদা করে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'ভাই-ভাতিজা' তত্ত্বকে আক্রমণ করেন তিনি। জানিয়ে দেন, রাজনীতির মধ্যেই শুধু এই পরিবারতন্ত্র আবদ্ধ নেই। সব জায়গায় সমানভাবে সংক্রামিত হচ্ছে। প্রধানমন্ত্রী দাবি, বাবা-মা বা পরিবারের কল্যাণে নয়, উৎকর্ষের স্বীকৃতিই আধুনিক ভারতের মূল ভিত্তি।
আরও পড়ুন: স্বপ্নের ভারত কেমন হবে, টুইটারে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "যখন ভাই-ভাতিজাবাদ বা পরিবারতন্ত্র নিয়ে কথা বললে, সবাই ভাবে রাজনীতি নিয়ে কথা বলছি। কিন্তু রাজনীতির জগতের এই খারাপ বিষয়টি দেশের প্রত্যেক সংস্থায় প্রভাব ফেলছে। যতক্ষণ দুর্নীতি বা দুর্নীতিগ্রস্তদের প্রতি ঘৃণার ভাব তৈরি হবে, ততক্ষণ এই মানসিকতা শেষ হবে না।"
প্রসঙ্গত, গত কয়েকমাস ধরে দেশজুড়ে একাধিক মামলায় বিরোধীদের বাড়ি হানা দিয়েছে সিবিআই ও ইডি। বিভিন্ন রাজ্যে একাধিক প্রভাবশালী নেতার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এ রাজ্যে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকেও।