জেলার নাম বদলের প্রতিবাদ সাধারণ মানুষের। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পরিবহণ মন্ত্রীর বাড়িতে আগুন (Fire at Minister's House) স্থানীয় বাসিন্দাদের। মন্ত্রীকে বাঁচাতে গিয়ে জখম প্রায় ২০ জন পুলিশকর্মী (Police Man Wounded)। ঘটনার নিন্দা করেছেন স্বরাষ্ট্রসচিব। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে।
অন্ধ্রের একটি নতুন জেলার নামবদল নিয়ে মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ দেখান ওই জেলার অমলাপুরমের বাসিন্দারা। বিক্ষোভ চলাকালীন হঠাৎ করেই মন্ত্রীর বাড়িতেই আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ বাসিন্দারা। অন্ধ্রের ওই মন্ত্রীর নাম পিনিপি বিশ্বরূপ। জগনমোহন রেড্ডির মন্ত্রিসভার সদস্য তিনি। রাজশেখর রেড্ডির সময় থেকেই মন্ত্রিত্ব সামলাচ্ছেন।
আরও পড়ুন: মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা, কবর দেওয়ার এক ঘণ্টা পরেও জীবিত সদ্যজাত শিশুকন্যা
গত ৪ এপ্রিল নতুন জেলার নাম ঘোষণা হয়। পূর্ব গোদাবরী জেলা ভেঙে নতুন জেলা হয় কোনাসীমা। এই জেলার নামবদল নিয়েই বিক্ষোভ শুরু হয়। প্রশাসন এই জেলার নাম দেয় বি আর আম্বেদকর কোনসীমা। এতেই আপত্তি জানান ওই এলাকার বাসিন্দারা।