সংবিধান বাঁচাতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘হত্যা’ করতে হবে। এবার এই মন্তব্যের জেরে বিপাকে পড়লেন মধ্যপ্রদেশের বর্ষীয়ান কংগ্রেস নেতা রাজা পতেরিয়া(Raja Pateria Viral Video)। পান্না জেলার পাওয়াই শহরের এক রাজনৈতিক কর্মসূচিতে তাঁর করা এই মন্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে মামলার নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র(Narottam Mishra)। কংগ্রেস নেতার এহেন মন্তব্যের একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। যদিও তিনি ‘হত্যা’ বলতে আসলে রাজনৈতিক পরাজয়ের কথা বলেছেন বলেও সাফাই দেন মধ্যপ্রদেশের এই প্রাক্তন মন্ত্রী(Raja Pateria's comment on Modi)।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে কংগ্রেস নেতাকে(Raja Pateria's Viral Video) বলতে শোনা যায়, ‘‘মোদী(Raja Pateria on Modi) নির্বাচন শেষ করবেন এবং মোদী ধর্ম-বর্ণ-ভাষার ভিত্তিতে বিভাজন তৈরি করবেন। সংবিধান বাঁচাতে হলে, মোদীকে হত্যা(Raja Pateria Viral Video) করতে প্রস্তুত থাকো।’’ এমনকি, দলিত, উপজাতি ও সংখ্যালঘুদের জীবন বিপন্ন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন- Mamata Banerjee : শিলংয়ে মমতা, সঙ্গে অভিষেক, বিমানবন্দরে তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস
যদিও এই কথা বলার পরেই সামলে নেন ওই কংগ্রেস নেতা(MP Congress Leader)। ওই সভাতেই তিনি জানান, ‘হত্যা’ বলতে আসলে রাজনৈতিক পরাজয়ের কথা বলতে চেয়েছেন। ওই কংগ্রেস নেতা স্পষ্ট করে দেন যে, তিনি গান্ধীর অহিংসার আদর্শ অনুসরণ করে চলেন। তাঁর ওই কথার ব্যাখ্যায় রাজা পতেরিয়া(Raja Pateria on PM Modi) জানান, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য মোদীকে নির্বাচনে হারানো অত্যন্ত জরুরী।