সালটা ১৯৮৪, ৩৯ বছর আগের ভোপাল গ্যাস দুর্ঘটনার সেই দগদগে ক্ষত এখনও শুকোয়নি। আকাশে মিশে গিয়েছিল বিষবাষ্প। থরে থরে লাশ পড়েছিল মধ্যপ্রদেশের ভোপালে। অনেকেই এই ঘটনায় কাঠগড়ায় তুলেছিল তৎকালীন কংগ্রেস সরকারকে। এদিন ভোপালের গ্যাস দুর্ঘটনার বর্ষপূর্তির দিনেই, রাজ্য বিধানসভায় কংগ্রেসের ভরাডুবি হয়েছে।
Venkatesh Prasad: 'সনাতন ধর্মকে অবমাননা করার ফল', তিন রাজ্যের সাফল্যের পরই কটাক্ষ ভেঙ্কটেশ প্রসাদের
মধ্যপ্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh) এদিন বর্ষপূর্তি উপলক্ষে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভোপাল গ্যাস দুর্ঘটনা আমাদের কাছ থেকে অনেক মূল্যবান জীবন কেড়ে নিয়েছে। সবচেয়ে ভয়াবহ এই ট্র্যাজেডিতে যাঁরা অকালে প্রাণ হারিয়েছেন তাঁদের সবাইকে আমি আমার অশ্রুসিক্ত শ্রদ্ধা জানাই।