কলেজে হিজাব (Hijab Controversy) নিষিদ্ধ করার বিরোধিতা করে হাইকোর্টে (Karnataka High Court) আবেদন করেছিল একদল মুসলিম পড়ুয়া। তাঁদের আবেদন খারিজ করে দিল কর্নাটক হাইকোর্ট। হাইকোর্ট মঙ্গলবার হিজাব মামলায় (Karanataka Hijab Row) রায়ঘোষণা করে জানায়, স্কুল বা কলেজে হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন হতে পারে না।
স্কুল ও কলেজে হিজাব পরা নিয়ে একমাস ধরেই উত্তপ্ত কর্নাটকের বেশ কিছু জেলা। হিজাব পরা নিয়ে গণ্ডগোল হয় ক্যাম্পাসেও। সেই নিয়েই হাইকোর্টে আবেদন করেছিলেন কিছু পড়ুয়া। মঙ্গলবার সেই মামলায় পড়ুয়াদের আবেদন খারিজ করল হাইকোর্ট।
আরও পড়ুন: হিজাব মামলায় আজ রায় দিতে পারে কর্নাটক হাইকোর্ট, কড়া নিরাপত্তা বেঙ্গালুরুতে
গত ডিসেম্বর মাসে উদুপি জেলা থেকেই প্রথম হিজাব বিতর্কের সূত্রপাত। একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ঢুকতে বাধা দেওয়া হয়। তারপর অন্য প্রতিষ্ঠানগুলিও একই পথে হাঁটে। বিতর্কের আঁচ বাড়তে থাকে দেশজুড়ে।
কর্নাটক হাইকোর্টের বেঞ্চে গত ২ সপ্তাহ ধরে হিজাব মামলার শুনানি চলেছে। বেঞ্চে আছেন প্রধান বিচারপতি ঋতুরাজ অশ্বস্থী, বিচারপতি কৃষ্ণা দীক্ষিত এবং বিচারপতি জেএম কাজি। হাইকোর্ট এর আগে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমন কোনও পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না, যা বিভেদ সৃষ্টি করে। প্রসঙ্গত, উদুপি জেলা থেকেই প্রথম হিজাব বিতর্কের সূত্রপাত। একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ঢুকতে বাধা দেওয়া হয়। তারপর অন্য প্রতিষ্ঠানগুলিও একই পথে হাঁটে। বিতর্কের আঁচ বাড়তে থাকে দেশজুড়ে। কিছুদিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করারও নির্দেশ দিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।