ভোটের আগে শুটআউট পাটনায়। প্রাণ গেল বিহারের শাসক দল সংযুক্ত জনতা দলের এক নেতার। নিহতের নাম সৌরভ কুমার। বুধবার রাতে এক অনুষ্ঠান থেকে ফেরার পথে সৌরভকে টার্গেট করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমাণ। এই ঘটনায় জখম সৌরভের আর এক সঙ্গী।
প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, বুধবার রাতের এই ঘটনায় সৌরভ ও তাঁর সঙ্গীকে ঘিরে ধরে গুলি চালানো হয়। চার থেকে পাঁচ জন এই ঘটনায় যুক্ত বলে সন্দেহ পুলিশের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুটি গুলি সৌরভের মাথা এফোঁড়-ওফোঁড় করে চলে গিয়েছে। তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়।
পাটনার পুলিশ সুপার ভরত সোনি জানিয়েছন, এই ঘটনার পিছনে রাজনৈতিক এবং ব্যবসায়ীক দুই দিকই খতিয়ে দেখা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। তাতে দেখা গিয়েছে বাইকে চেপে এসেছিল দুষ্কৃতীরা। এদিকে, সৌরভের খুনের প্রতিবাদে বুধবার রাতেই বিহারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় শাসক দল। দোষীদের শাস্তি দাবি করেছে বিরোধী আরজেডি।