আসন সমঝোতার প্রক্রিয়া নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। বুধবার দিল্লিতে NCP শরদ পাওয়ারের বাসভবনে এই বৈঠকে লাইমলাইটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারই তাঁকে তলব করেছে ইডি। প্রায় ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও ইডি দফতর থেকে বেরোননি। তাঁর চেয়ার খালি রেখেই INDIA জোটের প্রথম জনসমাবেশের ঘোষণা করল সমন্বয় কমিটি। ভোপালে প্রথম জনসমাবেশ করবে এই বিরোধী জোট।
এদিন বৈঠক শেষে শরদ পাওয়ারের বাসভবনের বাইরে সাংবাদিক বৈঠক করেন ইন্ডিয়া জোটের কেসি বেনুগোপাল। শুরুতেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেন। তিনি জানান, ইডি দফতরে অভিষেকের হাজিরা বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর আসন খালি রেখেই বৈঠক হয়েছে। জানিয়েছেন কংগ্রেসের প্রতিনিধি।
আরও পড়ুন: জোম্যাটো, সুইগি নয়, মায়ের হাতে মায়াবী রান্নার স্বাদ পাক শিশু, মন্তব্য কেরালা হাই কোর্টের
এই বৈঠকে ইন্ডিয়া জোটের প্রথম জনসমাবেশের ঘোষণা করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহেই প্রথম ব়্যালি করবে ইন্ডিয়া জোট। প্রথম সারির রাজনৈতিক নেতারা ওই মিছিলে অংশ নেবেন। তবে আসন সমঝোতা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। নির্বাচনের অ্যাজেন্ডা নিয়েও আলোচনা করবেন, বলে জানিয়েছেন সমন্বয় কমিটির সদস্যরা।