ইন্ডিয়া না ভারত ? লিও মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ? বিরাট কোহলি না রোহিত শর্মা ? রবিবার এমনই সব প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। যার মধ্যে বেশ কয়েকটি প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন। আবার বেশ কয়েকটি প্রশ্ন তিনি সযত্নে এড়িয়ে গিয়েছেন।
রাহুল জানিয়েছেন, ক্রিকেট তাঁর ভাল লাগে না। তিনি ক্রিকেটের ভক্তও নন। কিন্তু ফুটবল খেলা থেকে তাঁকে কেউ নড়াতে পারবেন না। সেই কারণে তিনি গোটা বিশ্বের মতোই মেসির ভক্ত।
আরও পড়ুন : মাথায় ট্রলি, গায়ে লালজামা, জনসংযোগে রাহুল এবার কুলি
তাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে মেসিকেই এগিয়ে রাখবে। রাহুলের মতে, তিনি যদি কোনও দিন ফুটবল দল তৈরি করেন, তাহলে সেই দলে মেসি অবশ্যই থাকবেন।
খেলা দেখার সঙ্গেই তিনি ভালবাসেন নিজেকে সুস্থ রাখতে। তাই অলস হয়ে নেটফ্লিক্স দেখার বদলে তিনি পছন্দ করেন জিমে সময় কাটাতে। আর ভালবাসেন বইয়ে নিজেকে ডুবিয়ে রাখতে।