মঞ্চে ছিলেন বিজেপি বিধায়ক (BJP MLA)। হঠাৎ বিধায়কের সামনে আসেন এক বৃদ্ধ। তারপরই সপাটে চড় বিধায়কের গালে। ভরা সভায় আচমকা এমন অপ্রত্যাশিত ঘটনায় অস্বস্তিতে পড়েননি বিধায়ক নিজে। জানান, এটা গাল চাপড়ানো। যদিও তড়িঘড়ি নিরাপত্তরক্ষীরা এসে মঞ্চ থেকে নামিয়ে দেয় বৃদ্ধকে।জানা গিয়েছে, তিন আগে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে (Unnao)। ২১ সেকেন্ডের এই ভিডিয়ো এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। উত্তরপ্রদেশ নির্বাচনের (UP Election) আগে এই ভিডিয়োকে হাতিয়ার করে ময়দানে বিরোধীরাও।
বিজেপি বিধায়ক পঙ্কজ গুপ্ত তাঁর বিধানসভা কেন্দ্রে একটি মূর্তি উন্মোচন করতে যান। সেখানেই এই কাণ্ড ঘটে। জানা গিয়েছে, ওই বৃদ্ধ এক কৃষক। কিন্তু কেন তিনি এই কাজ করেছেন, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: লাদাখে জমি দখল করে প্যাংগং লেকে সেতু বানাচ্ছে চিন, অভিযোগ ভারতের
এই ঘটনা নিয়ে সমাজবাদী পার্টির নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই নিয়ে আক্রমণ করেন বিজেপিকে। তিনি বলেন, "কৃষক নেতা বিজেপি বিধায়কের গালে চড় মেরেছেন। বিধায়কের গালে নয়, এই চড় আসলে পড়েছে বিজেপির যোগী সরকারের প্রশাসনের গালে।"