কয়লাকাণ্ডে এবার রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে (Narula Banerjee) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পাশাপাশি তলব করা হয়েছে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও (Menaka Gambhir)। বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে যেতে হবে রুজিরাকে। বৃহস্পতিবার তদন্তকারী অফিসারদের ডাকে ইডি দফতরে ডাকা হয়েছে রুজিরার বোন মেনকাকে।
ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার হাজিরা দিতে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপরই স্ত্রী রুজিরাকে তলব করল ইডি! গত সপ্তাহে অভিষেকের সঙ্গে সমন পাঠানো হয় রুজিরা নারুলাকে। সেবারও হাজিরা দিতে যাননি রুজিরা। ইডির তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেন অভিষেক ও রুজিরা। গত সপ্তাহে ইডির সদর দফতরে আট ঘণ্টার ম্যারাথন জেরা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: ব্যক্তিগত কারণে হাজিরা দিতে পারছেন না, ইডির দফতরে মেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
মঙ্গলবার ফের অভিষেককে তলব করেন ইডি কর্তারা। কিন্তু জানা গিয়েছে ইডি কর্তাদের মেইল পাঠান অভিষেকের আইনজীবীরা। সোমবার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি ও কপিল সিব্বল প্রধান বিচারপতির সামনে ওই মামলার উল্লেখ করেন এবং দ্রুত শুনানির আবেদনও করেন।