সফর সূচী একদিন পিছিয়ে আজ বৃহস্পতিবার, প্রায় এক বছর পর বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শাহি সফরের আগে থেকেই বঙ্গ বিজেপির (BJP West Bengal) অন্দরের কাজিয়া বারবার প্রকাশ্যে এসেছে।
রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছে, বাংলায় এসে বিজেপির কোন নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বাংলা সফরের আগে কার্যত একই সুর শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) গলাতেও।
আরও পড়ুন: ফের শুটআউট মগরাহাটে, সুদের কারবার নিয়ে ঝামেলা, নিহত এক ব্যবসায়ী
একধাপ এগিয়ে বিজেপির বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছেই বঙ্গ বিজেপির জন্য কড়া অভিভাবক চাইলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের দাবি, "দলে কোনও দ্বন্দ্বের বাতাবরণ নেই। নাড্ডাজিকে বলেছি, ৩৮ শতাংশ ভোট আছে আমাদের। ঠিক দাঁড়াতে পারব। আমরাই পার্টিকে দাঁড় করিয়েছি। একজন সিনিয়র নেতা দরকার যিনি অভিভাবক হয়ে কর্মীদের সামলাবেন।” রাজনৈতিক মহলের দাবি, বঙ্গ বিজেপির হাল ধরতে ঘুরপথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আকর্ষণেরই ইঙ্গিত দিয়েছেন দিলীপ ঘোষ। এই আবহেই আজ বৃহস্পতিবার বঙ্গ সফর শুরু করছেন অমিত শাহ।