G20 সম্মেলনে (G20 Summit 2023) ডিক্লেয়ারেশন ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। প্রধানমন্ত্রী জানিয়েছেন, G20-এর সদস্যদেশগুলি এবার সম্মেলনের চুক্তিপত্রে সহমত হয়েছে। তাই ডিক্লেয়ারেশন গৃহীত হয়েছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে নাম না করে রাশিয়ার প্রতি কড়া বিবৃতি প্রকাশ করেন G20 সম্মেলনের সদস্য দেশগুলি। শনিবার নয়াদিল্লির বৈঠকে ভারতের সুরেই সুর মেলান বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা। যৌথ ঘোষণায় সকলেই সাফ জানান, ইউক্রেনে (Ukraine) শান্তি চান সকলে। পরোক্ষে বার্তা দেওয়া হল, যদি কেউ ‘পরমাণু অস্ত্র’ প্রয়োগ কিংবা বলপ্রয়োগ করে অন্যের এলাকা দখল করার স্ট্র্যাটেজি নেয়, তা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।
ঘোষণাপত্রের বার্তা দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী বলেন, "আমাদের টিমের কঠিন পরিশ্রম ও আপনাদের সহযোগিতা নয়াদিল্লিতে G20 সম্মলেনের ডিক্লেয়ারেশন এসে পৌঁছেছে। আমার প্রস্তাব ছিল এই ডিক্লেয়ারেশন গৃহীত করার জন্য। সব সদস্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে সহমত হয়ে এটি প্রস্তাবিত হল। দেশের সমস্ত মন্ত্রী, শেরপা ও সব আধিকারিদের ধন্যবাদ জানাতে চাই। যাদের জন্য এটি সম্ভব হয়েছে।"
আরও পড়ুন: মধুবনী প্রিন্টে চন্দ্রযান ৩! জি ২০-এর মঞ্চে একমনে আঁকলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী