দ্বিতীয়বার বিয়ে করছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান (Bhagwant Singh Mann)। বৃহস্পতিবার চণ্ডীগড়ে তাঁর নিজের বাড়িতে সাতপাকে বাধা পরবেন তিনি। পাত্রী গুরপ্রীত কাউরের (Gurpreet Kaur) বয়স মাত্র ২৯ বছর। তাঁর বিয়েতে উপস্থিত থাকতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
পাত্রী গুরপ্রীত কাউর মোহালির বাসিন্দা। তবে গুরপ্রীতের পরিবার হরিয়ানার কুরুক্ষেত্রের আদিনিবাসী। পরিবারের মধ্যে সেই সবথেকে ছোট। গুরপ্রীতের দুই দিদিই আমেরিকা ও অস্ট্রেলিয়া নিবাসী। ৪৮ বছরের মুখ্যমন্ত্রী ভগবত সিং মানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন গুরপ্রীত কাউর। এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে একাধিক চর্চা। ]
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে কদর্য আক্রমণ, ইকো পার্ক থানায় দিলীপের নামে অভিযোগ দায়ের
২০১৫ সালে ডিভোর্স হয় মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের। তাঁর প্রথম স্ত্রীর নাম ইন্দ্রজিৎ কাউর। প্রথম পক্ষে তাঁর দুই সন্তান আছে। দিলশান ও সিরাত। দুজনেই আমেরিকা নিবাসী। বাবার শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা যায় তাঁদের। মুখ্যমন্ত্রীর ভগবন্ত সিং মানের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পঞ্জাবের কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা।