গরুপাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। দফায় দফায় তাঁকে জেরা করা হচ্ছে। এবার তাঁর বোলপুরের নিচুপট্টির বাড়ির ছাদে নেতার মঙ্গলকামনায় যজ্ঞের আয়োজন করলেন তৃণমূল কর্মীরা (TMC Workers)।
এর আগে ১৫ অগাস্ট (15 August) হোমযজ্ঞের অনুষ্ঠান হবে বলে জানিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত। একই দিনে যজ্ঞের আয়োজন করছেন তাঁর অনুগামীরা। অনুব্রত ঈশ্বর বিশ্বাসী। ভোরবেলা রোজ কালীপূজা করতেন তিনি। সূত্রের খবর, পরিবারের শান্তির জন্য শ্রাবণ মাসের শেষ সোমবার (Sawan Sombar) এই যজ্ঞের আয়োজন করেন। দিনসাতেক আগে প্যান্ডেল বাঁধাও হয়েছিল। তার মধ্যেই তৃণমূল নেতাকে গ্রেফতার করে সিবিআই (CBI)। গ্রেফতারের পর প্যান্ডেল খোলার কাজ শুরু হয়েছিল। কিন্তু রবিবার ফের প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়।
আরও পড়ুন: কন্যাশ্রী প্রকল্পের বর্ষপূর্তি, বাংলার মেয়েদের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর
অনুব্রত মণ্ডলের অনুগামীদের মতে, ১৫ অগাস্ট এবার শ্রাবণ মাসের শেষ সোমবার। ওই দিনই হোমযজ্ঞের অনুষ্ঠান হবে। দলের কর্মীরাই এই অনুষ্ঠানের আয়োজন করা করছেন। প্রিয় নেতার মঙ্গলকামনা করে এই উদ্যোগ নিয়েছেন বীরভূমের তৃণমূল কর্মীরাই।