চলতি বছর বিধানসভা ভোটে বামমুক্ত হবে ত্রিপুরা। বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপির 'রথযাত্রা'-র উদ্বোধনে এসে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, "২০২৩ সালে বিধানসভা ভোটেই ত্রিপুরা বিধানসভা বামমুক্ত হবে।" উন্নত, ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা ও সমৃদ্ধ ত্রিপুরা নিয়েও স্লোগান দেন তিনি।
বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বাড়িতে সিপিএম কর্মী সমর্থকদের হামলার অভিযোগ নিয়ে রাজ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই আবহে অমিত শাহের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রায় এক দশক ধরে কংগ্রেস মুক্ত ভারত তৈরির কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক কালে এই প্রথম বিজেপির শীর্ষ নেতার মুখে অন্য রাজনৈতিক দলের কথা শোনা গেল।