মহারাষ্ট্রে সেনা বিদ্রোহ ঠেকাতে অবশেষে আসরে নামতেই হল শিবসেনা প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরকে। বিদ্রোহ থেকে সরে আলোচনার রাস্তায় আসার জন্য একনাথ শিন্ডে-সহ তাঁর শিবিরের বাকি বিধায়কদের বার্তা দিলেন উদ্ধব। মঙ্গলবার এক বিবৃতিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁরা যেটা পেতে চাইছেন, সেটা পাওয়া সম্ভব। কিন্তু তার জন্য আলোচনাই একমাত্র পথ।
রাজনৈতিক মহলের মতে, গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের রাজনীতি নিয়ে টানটান নাটক চলছে। যা কীনা টেক্কা দিতে পারে বলিউডের যে কোনও চিত্রনাট্যকেই। প্রথম রাউন্ডে বিধায়ক ভাঙিয়ে গুয়াহাটি গিয়েছিলেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। রাজনৈতিক মহলের দাবি, তাঁর পিছনে বিজেপির প্রছন্ন মদত স্পষ্ট। তাই এই কদিনে বারবার তাঁর সঙ্গে সরকার গঠনের প্রস্তাব নিয়ে বৈঠক করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। তাতেও অবশ্য চিঁড়ে ভেজেনি। কারণ, উল্টোদিকে পওয়ার প্লের উপর ভরসা করে বিদ্রোহ ঠেকিয়ে রেখেছেন উদ্ধব ঠাকরে।
এদিন ফের নিজের মধ্যে বৈঠক বসেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার। ওই বৈঠকেই পওয়ারের প্রস্তাব প্রয়োজন হলে মহারাষ্ট্রের বিরোধী শিবিরেও বসতে রাজি তাঁর দল এনসিপি। কিন্তু তার আগে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ বিদ্রোহীদের ঠিক করতে হবে বলেই জানিয়েছেন পওয়ার।
এই পরিস্থিতিতে গুয়াহাটি থেকে বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তিনি এবং তাঁর দল মুম্বই ফিরছেন। একটি সূত্রের খবর, দিল্লি হয়েই হয়তো মুম্বই যেতে পারেন শিন্ডে। কারণ, মুম্বই থেকে মঙ্গলবার দিল্লি গিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ। চেষ্টা করা হচ্ছে মহারাষ্ট্রে ফের সেনা-বিজেপি জোট তৈরির। সেই কারণেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে কথা বলবেন ফড়ণবীশ।