বিমান উড়তে দেরি হওয়ার কারণে পাইলটকে ঘুষি মেরেছিলেন দিল্লির বাসিন্দা সাহিল কাটরিয়াল। কিন্তু কেন আচমকা ক্ষোভে ফেটে পড়লেন তিনি? সেই কথাই পুলিশকে জানিয়েছেন সাহিল।
কী বলেছেন?
সাহিলের বয়ান অনুযায়ী, স্ত্রীর সঙ্গে মধুচন্দ্রিমা সারতে গোয়া যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমান ১৩ ঘন্টা দেরি হওয়ার তাঁর পরিকল্পনাগুলি পিছিয়ে যাচ্ছিল। সেই কারণেই নিজের রাগ সংযত করতে পারেননি তিনি। চড় মেরে বসেন পাইলটকে। যে বক্তব্য শুনে ইতিমধ্যেই হাসির রোল উঠেছে নেটিজনদের মধ্যে।
আরও পড়ুন - কোভিডের থেকে আরও ভয়ঙ্কর, মহামারির আকার নিতে পারে ডিজিস এক্স
ঠিক কী হয়েছিল?
বাইরে ঘন কুয়াশা থাকার কারণে বিমান উড়তে দেরি হবে। ককপিটের বাইরে এসে এইটুকুই ঘোষণা করেছিলেন পাইলট। তাতেই রেগে আগুন হয়ে পাইলটের গায়ে হাত তোলেন সাহিল। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।