পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য থানায় গিয়েছিলেন মহিলা । হঠাৎ গুলির আওয়াজ । সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়লেন ওই মহিলা । ঘটনাটি ঘটেছে আলিগড়ের একটি থানায় । কিন্তু, কীভাবে চলল গুলি ! থানায় পুলিশি ঘেরাটোপের মধ্যে কেই বা গুলি চালাল ? সেই কাহিনী শুনলে তো ভয়ে হাত-পা রীতিমতো ঠান্ডা হয়ে যাবে ।
সম্প্রতি, আলিগড়ের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । যেখানে দেখা যাচ্ছে, এক পুলিশ ইনস্পেক্টর এক সহকর্মীর হাত থেকে পিস্তল নিচ্ছেন । তখন হঠাৎই অসতর্কভাবে ট্রিগারে চাপ দিয়ে ফেলেন তিনি । সামনেই ছিলেন ওই মহিলা । গুলি গিয়ে সোজা লাগে তাঁর মাথায় । সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ।
আহত মহিলাকে দ্রুত জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে । সেখানে তাঁর চিকিৎসা চলছে । মহিলার অবস্থা সংকটজনক বলে খবর । অন্যদিকে,মনোজ শর্মা নামে ওই পুলিশের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ।