৪ মাসের একরত্তি খিদের জ্বালায় কাঁদছিল। তার মা গুরুতর অসুস্থ হয়ে এর্নাকুলাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি৷ কে খেতে দেবে দুধের শিশুকে? তার কান্না শুনে এগিয়ে এলেন কেরল সিভিল পুলিশের অফিসার এম এ আর্যা৷ তিনি যে ৯ মাসের একটি শিশুর মা। নিজের বুকের দুধ খাইয়ে ছোট্ট শিশুটির কান্না থামালেন তিনি।
Mohammed Shami: বিশ্বকাপ ফাইনালে লজ্জাজনক হার! কাদের দায়ী করলেন মহম্মদ শামি?
বৃহস্পতিবার পাটনার বাসিন্দা এক মহিলা চারমাসের ওই শিশুটি সহ চার সন্তানকে নিয়ে উপস্থিত হন কোচির মহিলা পুলিশ স্টেশনে৷ তাদের দেখাশোনার কেউ ছিল না৷ পুলিশ জানিয়েছে, পাটনার বাসিন্দা ওই মহিলার স্বামী একটি মামলায় এখন জেলে আছেন। মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
চারটি শিশুই খিদেয় কষ্ট পাচ্ছিল। থানার পুলিশকর্মীরা বড় তিনজনকে খাবার দেন৷ কিন্তু একদম ছোটটি তো বুকের দুধ ছাড়া কিছুই খেতে পারে না৷ তাই এগিয়ে আসেন আর্যা। তাঁর ছবি শেয়ার করে প্রশংসা করেছেন সিটি পুলিশ কর্তৃপক্ষ।
পুলিশ বিভাগের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে পরে জানানো হয়েছে, চারজন শিশুকেই চাইল্ড কেয়ার হোমে পাঠানো হয়েছে, যাতে তারা আরেকটু ভালো পরিবেশে থাকতে পারে।