লড়াই থেমে গেল জনগনের গায়কের। প্রয়াত কবি, লোকগায়ক এবং সর্বপরি তেলঙ্গনা আন্দোলনের অন্যতম মুখ গুমাড্ডি ভিত্তল রাও। যিনি ভারতের কাছে পরিচিত ছিলেন গদর নামেই। বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘসময় হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল খাম্মামে কংগ্রেসের জনসভায়। ওই সভাতেই গদরকে জড়িয়ে ধরেছিলেন রাহুল গান্ধী। দীর্ঘ সময় নকশালপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন গদর। ২০১০ সালের পর সেই সম্পর্ক ছিন্ন হয়েছিল।
অন্ধ্রপ্রদেশ থেকে বেরিয়ে গিয়ে পৃথক তেলেঙ্গনা তৈরিতে তিনি ছিলেন অন্যতম মুখ। মেডক জেলায় জন্ম। খুব অল্প বয়সে যোগ দিয়েছিলেন গণআন্দোলনে। আটের দশকে তিনি ছিলেন জনযুদ্ধের অন্যতম সদস্য। দীর্ঘসময় দেশের নকশালপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সঙ্গে কবিতা ও সাহিত্য চর্চা চালিয়ে গিয়েছেন।
রাজ্যের গন্ডি পেরিয়ে হয়ে উঠতে পেরেছিলেন জনগনের গায়ক হিসাবে। জীবনের বেশ কিছুটা সময় আত্মগোপন করে কেটেছিল তাঁর। কলকাতায় বিভিন্ন সময়ে দেখা গিয়েছে তাঁকে। শহিদ মিনারে নকশালপন্থীদের সমাবেশেও হাজির হয়েছেন তিনি।