স্বাধীনতার ৭৫-এ দেশকে নতুন সংসদ ভবন উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ স্মারক ডাকটিকিট এবং ৭৫ টাকার মুদ্রা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মুদ্রা ও ডাকটিকিট অবমুক্ত করেন।
Sengol History: সংসদে স্থাপিত রাজদণ্ড 'সেঙ্গোল', জানুন গুরুত্ব মাহাত্ম্য ও ইতিহাস
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুসারে, মুদ্রাটির ওজন হবে প্রায় ৩৪.৬৫ গ্রাম/৩৫.৩৫ গ্রাম মতো। মুদ্রার একপাশে মাঝখানে অশোক স্তম্ভের চিহ্ন। দেবনাগরী লিপিতে "ভারত" এবং ইংরেজিতে "ইন্ডিয়া" শব্দটি থাকবে। মুদ্রার নীচের দিকে লেখা ৭৫। মুদ্রার অন্য দিকে সংসদ ভবনের ছবি এবং ছবির নীচে আন্তর্জাতিক সংখ্যায় "২০২৩" সাল থাকবে