কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শেষ কৃত্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। টুইট করে নিজেই একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar)। শোকস্তব্ধ মুম্বই শহরে চলছে সুর সম্রাজ্ঞীকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি। মুম্বইয়ের শিবাজী পার্কে শেষকৃত্য সম্পন্ন ভারতরত্ন লতা মঙ্গেশকরের। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার সকালে প্রয়াত হয়েছেন সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বেলা সাড়ে ১২টা নাগাদ লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর প্রভুকুঞ্জের বাসভবনে। সেখানে পরিবারের মানুষজন শ্রদ্ধা জানান তাঁকে। বিকেলে মরদেহ নিয়ে যাওয়া হবে শিবাজি পার্কে। সন্ধে সাড়ে ৬টায় সেখানেই শেষকৃত্য। তার আগে লতাকে অন্তিম বিদায় জানাবেন বিশিষ্টজনেরা।