জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ রদের আইন অসাংবিধানিক নয়। সোমবার রায়ঘোষণা সুপ্রিম কোর্টের। এই রায়ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মন্তব্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
তিনি লেখেন, "৩৭০ অনুচ্ছেদ রদ নিয়ে সুপ্রিম কোর্টের এই রায় ঐতিহাসিক। গত ৫ অগাস্ট, ২০১৯ সংসদে এই নিয়ে নতুন আইন পাশ হয়েছিল। শীর্ষ আদালতের রায়ে তা আরও মজবুত হয়েছে। জম্মু-কাশ্মীরের বাসিন্দারা এর ফলে নতুন আশা, প্রগতি ও ঐক্যবদ্ধ হয়ে থাকবে। ভারতীয় হিসেবে আমরা আরও ঐক্যবদ্ধ হয়েছি।"
আরও পড়ুন: এথিক্স কমিটির রিপোর্ট ও তাঁর বহিষ্কার, এবার সুপ্রিম কোর্টে আবেদন মহুয়া মৈত্রের
শুধু তাই নয়, আগামী দিনে জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের স্বপ্ন পূরণ করার বার্তাও দেন প্রধানমন্ত্রী। ৩৭০ অনুচ্ছেদের জন্য এতদিন যারা কষ্ট পাচ্ছিলেন, তাঁদেরকেও নতুন দিশা দেখানোর বার্তা দেন প্রধানমন্ত্রী।