সংসদের নতুন ভবনের (New Parliament Building) বিশেষ অধিবেশনে (Parliament Special Session) পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill)। এই বিলের নাম নারী শক্তি বন্দন। নতুন ভবনে প্রথম বক্তৃতা দিয়েই এই বিলকে আইনে পরিণত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)।
এদিন প্রধানমন্ত্রী বলেন, "মা ও মেয়েদের আশ্বস্ত করছি, মহিলা সংরক্ষণ বিলকে আইনে পরিণত করতে প্রস্তুত। এই নতুন সদনে সব সদস্যদের অনুরোধ করছি, সবাই যাতে সহমত হয়ে এই বিল পাশ হোক। যখন এই বিল আইনে পরিণত হবে, এর গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে।"
আরও পড়ুন: সংবিধান সদন, নয়া সংসদ ভবনের নাম প্রস্তাব প্রধানমন্ত্রীর
এদিন নতুন সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রবেশ করার পর প্রথম বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণে তিনি বলেন, "নতুন সংসদ ভবনের হাত ধরে নতুন ভবিষ্যতের সূচনা হল। ভবিষ্যতের কথা ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে।"