ফের ‘ভোকাল ফর লোকাল’ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং-এর চল নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী। বিয়ের মরসুমে কয়েক গুণ ব্যবসা বাড়ে। বিয়ের সময় তাই বিদেশি জিনিস না কিনে দেশীয় পণ্যের উপরেই আস্থা রাখতে বললেন।
Rinku Singh Finisher: কীভাবে ফিনিশ করে আসতে হয় ম্যাচ, সতীর্থদের শেখাচ্ছেন রিঙ্কু!
এরপর মোদী বলেন , আজকাল কিছু পরিবারের মধ্যে একটা নতুন রেওয়াজ দেখা যায় বিদেশে বিয়ের করার। প্রধানমন্ত্রীর প্রশ্ন এগুলো কি খুব দরকারি? ২০০৮ সালের ২৬ নভেম্বর ভয়াবহ মুম্বই হামলার প্রসঙ্গও তোলেন তিনি।