২০২২ সালের কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2022) প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর মতে, এই বাজেট মহিলা এবং আর্থিক ভাবে অনগ্রসরদের জন্য বিপুল অগ্রগতির সোপান গড়ে দিয়েছে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গরিব মানুষ পাকা বাড়ি পেয়ে ‘লাখপতি’ হয়েছেন বলে দাবি প্রধানমন্ত্রীর। একইভাবে মহিলাদের নামে সরকারি প্রকল্পের বাড়ি হওয়ায় তাঁরাও হয়েছেন ‘মালকিন’। কেন্দ্রীয় বাজেট নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতায় বুধবার এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবারই কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। সংসদে বাজেট পেশের পরেই ‘বাজেটে উন্নয়নমুখী ভাবনার ছাপ স্পষ্ট’ বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছিন, ‘এই বাজেট অর্থ ব্যবস্থাকে চাঙ্গা করবে, সুযোগ সৃষ্টি করবে। যুবদের ভবিষ্যত উজ্বল হবে। বাজেটে উন্নয়নমুখী ভাবনার প্রতিফলন।”
আরও পড়ুন : Budget 2022: 'এই বাজেট জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করবে', প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
প্রধানমন্ত্রী আরও বলেন, " আত্মনির্ভরশীল এবং আধুনিক ভারত তৈরি খুবই গুরুত্বপূর্ণ। এই বাজেটে ভারতকে আধুনিকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে। গত ৭ বছরে নেওয়া সিদ্ধান্তগুলির কারণে ভারতের অর্থনীতি ক্রমাগত প্রসারিত হচ্ছে।”
আরও পড়ুন: Budget 2022: কেন্দ্রীয় বাজেটে কি প্রত্যাশা পূরণ হল! কী বলছে কলকাতার মানুষ!
প্রধানমন্ত্রীর কথায়, ”গত ৭ বছরে আমরা ৩ কোটি গরিব মানুষকে পাকা বাড়ি দিয়েছি। লাখপতি বানিয়েছি। যাঁরা বস্তিতে থাকতেন, তাঁদের নিজস্ব বাড়ি আছে। আমাদের সরকার এসব বাড়ির দাম ও আকার বাড়িয়েছে। এর মধ্যে বেশির ভাগ বাড়িই মহিলাদের নামে। আমরা মহিলাদের মালকিন (মালিক) বানিয়েছি।”