নতুন সংসদ ভবনে প্রবেশের জন্য গণেশ চতুর্থীর দিনটাই বেছে নেওয়া হয়েছিল। সেইমতো মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ নতুন সংসদ ভবনে আনুষ্ঠানিক প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে নতুন ভবনের নাম ঘোষণা করেন তিনি। নয়া নাম দেওয়া হয়েছে পার্লামেন্ট হাউজ অব ইন্ডিয়া। অন্যদিকে পুরনো সংসদ ভবনের নাম দেওয়া হয়েছে সংবিধান সদন।
মঙ্গলবার সকালে পুরনো সংসদ ভবনকে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংসদরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর বক্তৃতার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানেই নতুন ও পুরনো সংসদ ভবনের নামকরণ করেন তিনি।
এদিন ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, "আগামী প্রজন্মকে যথেষ্ঠ অনুপ্রাণিত করতে সাহায্য করবে পুরনো সংসদ ভবন।" এরপরেই তিনি জানিয়ে দেন, সকলের অনুমতি নিয়ে ওই ভবনের নাম হবে "সংবিধান সদন"। এবং নতুন সংবিধান ভবনের নামকরণ করেন, পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া।