সংসদের এক অধ্যায়ে ইতি পড়তে চলেছে। সোমবার বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বক্তব্যে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু (Jawaharlal Nehru), ইন্দিরা গান্ধী (Indira Gandhi), মনমোহন সিংয়ের (Manmohan Singh) নাম উঠে আসে। পাশাপাশি পিভি নরসিমা রাও, অটল বিহারী বাজপেয়ী, লাল বাহাদুর শাস্ত্রীর কথাও উল্লেখ করেন তিনি।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জওহরলাল নেহরুর ইন দ্য স্ট্রোক অব মিডনাইটের উল্লেখ করেন। আম্বেদকরের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারারও প্রশংসা করেন। মনমোহন সিংয়ের 'ক্যাশ ফর ভোট'-এর কথাও উল্লেখ করেন। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাও উঠে আসে মোদীর ভাষণে। উঠে আসেন সংসদ হামলা, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার, এক ব়্যাঙ্ক, এক পেনশন, জিএসটির মতো একাধিক সিদ্ধান্ত।
আরও পড়ুন: ৭৫ বছরের সফর নতুন করে শুরু, গণেশ চতুর্থীতেই সংসদে প্রবেশ, জানালেন প্রধানমন্ত্রী
ইন্দিরা গান্ধীর আমলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রশংসা করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি ওই সময় গণতন্ত্রের উপর হামলা হয়েছিল বলেও দাবি করেন তিনি। ভোটদানের বয়স ২১ থেকে ১৮ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এদিন ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।