৭২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। মোদীর জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে জন্মদিন উপলক্ষ্যে বাড়তি কোনও উচ্ছ্বাস ধরা পড়েনি প্রধানমন্ত্রীর বাসভবনে। সারাদিন নানা কাজেই ব্যস্ত রয়েছেন মোদী।
জানা গিয়েছে, মোদীর জন্মদিন উপলক্ষ্যে নামিবিয়া থেকে ভারতে এসেছে ৮টি চিতা। ওই চিতাগুলিকে গোয়ালিয়রের কুনো অভয়ারণ্যে ছাড়েন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে আইটিআই পড়ুয়াদের জন্য আয়োজিত একটি সম্মেলনেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় জাতীয় লজিস্টিক নীতির ঘোষণা করবেন তিনি। এছাড়াও সারাদিন ধরেই বিজেপির তরফে মোদীর জন্মদিন উপলক্ষ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন- Bangladesh Hilsa: হাসিনার উপহার, দুর্গাপুজোর আগে রাজ্যে ৫০০ টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ
শুক্রবার মধ্যরাতে উজবেকিস্তান থেকে ফিরেছেন নরেন্দ্র মোদী। শনিবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথমেই তিনি যাবেন মধ্য প্রদেশে। সেখানে গোয়ালিয়রের কুনো অভয়ারণ্যে ছাড়া হয় নামিবিয়া থেকে আগত আটটি চিতাকে। পাশাপাশি মধ্যপ্রদেশের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর এক অনুষ্ঠানেও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।