Pm budget session : সংদের বাজেট অধিবেশনে ভোট-রাজনীতি বরদাস্ত নয়, বিরোধীদের বার্তা মোদীর

Updated : Jan 31, 2022 12:26
|
Editorji News Desk

গত বছর সংসদের (Parliament) দুটি অধিবেশন কার্যত ভেস্তে গিয়েছিল বিরোধীদের হট্টগোলে। সংসদের বাদল অধিবেশনে বিরোধীরা ঝড় তুলেছিল পেগাসাসকে (Pegasus) হাতিয়ার করে। শীত অধিবেশনেও তার রেশ ছিল। বিশেষ করে রাজ‍্যসভার ১২ জন সাংসদের সাসপেনশনের ঘটনায় সরকারের বিরুদ্ধে সংসদের ভিতরে ও বাইরে সরব হয়েছিল বিরোধীরা। 

এই পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন। এই অধিবেশনেও সরকারকে কোণঠাসা করতে ইতিমধ‍্যেই বেশ কিছু অস্ত্র বিরোধীরা পেয়ে গিয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। এর মধ‍্যেই অধিবেশন শুরু প্রথমে বিরোধীদের বাগে আনতে তৎপর হলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। 

আরও পড়ুন : আজ থেকে সংসদে বাজেট অধিবেশন, উঠতে পারে বিরোধী ‘ঝড়’

মোদী এদিন বলেছেন, ‘‘ভারতের অর্থনীতি বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বাজেট অধিবেশনও ভারতের আার্থিক প্রগতিকে আগামী এক বছরের জন্য প্রভাবিত করবে। আশা করব, দেশের উন্নতির কথা মাথায় রেখে সাংসদরা একযোগে কাজ করবেন। কারণ, ভোট নিজের জায়গায়, বাজেট অধিবেশন নিজের জায়গায়।’’

দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মুখে সোমবার সংসদে শুরু হল বাজেট অধিবেশন। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলির তরফে গোলমালের আশঙ্কা করে আগে থেকেই সাংসদদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদে ঢোকার আগে মোদী বলেন, ‘‘সংসদের প্রত্যেককে অধিবেশনে স্বাগত। তবে আশা করব, ভোট কোনওভাবেই বাজেট অধিবেশনকে প্রভাবিত করবে না। সব দল খোলা মনে উত্তম চর্চা করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।’’

উল্লেখ, বাজেট অধিবেশন যখন বসছে, তখন পেগাসাস নিয়ে দেশে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আবার উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মনিপুরেও আসন্ন বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে পুরসভা ভোট। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, পেগাসাস-কাণ্ড এবং ভোটকে সামনে রেখে বাজেট অধিবেশনে বিরোধীরা অশান্তি করতে পারেন ভেবেই আগে থেকে এই বার্তা দিয়ে রাখলেন মোদী। যাতে অধিবেশন মুলতবি হলে তার দায় বিরোধীদের উপরেই বর্তায়।

 

 

 

 

 

Budget 2022ParliamentNarednra Modi

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক