রবি স্মরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন (Rabindra Jayanti 2022) উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী । তৃণমূল নেত্রী টুইটে লেখেন, " গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার বিনম্র শ্রদ্ধা । মহান কবির শিক্ষা, গান, কবিতা, তাঁর সৃজনশীল ভাণ্ডার আমাদের সারাজীবন যেন পথ দেখাতে সাহায্য করে । তিনি আমাদের জীবনে ধ্রুবতারা হয়ে থাকুক।"
একটি ভিডিও ক্লিপ ও টুইট বার্তায় কবিগুরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । লেখেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই । তাঁর চিন্তা ও কর্মের মধ্যে দিয়ে আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন তিনি । জাতি, দেশের সংস্কৃতি এবং নীতি নিয়ে গর্বিত হতে শিখিয়েছেন তিনি । তিনি শিক্ষা, শিক্ষণ ও সামাজিক ক্ষমতায়নের উপর জোর দিয়েছিলেন ৷ ভারতকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেভাবে দেশকে গড়ে তোলার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ৷ "
আরও পড়ুন, Rabindranath Tagore and modern Bengali Cinema: চলচ্চিত্রে রবীন্দ্রনাথ, বাংলা ছবিতে আজও তাঁরই ছায়া
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে দিনভর অনুষ্ঠান রয়েছে । বিশ্বভারতীতেও নাচে-গানে কবিগুরুকে স্মরণ করা হয়েছে । গানে-কবিতায়- গল্পে রবি-বরণের অনুষ্ঠান রয়েছে বিশ্বভারতী ও জোড়াসাঁকোয় ।