তিন রাজ্যের জয়ের পর ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিন রাজ্যের অধিবাসীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, ভাল প্রশাসন, উন্নয়নের পক্ষে রায় দিয়েছে মানুষ। যা বিজেপি সরকারের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এই জয়ের পর সরকার রাজ্যের উন্নয়নের নিরলসভাবে কাজ করবে।
এদিন প্রধানমন্ত্রী এক্স প্ল্যাটফর্মে লেখেন, "ছত্তীসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানের ফলাফলই ইঙ্গিত দিচ্ছে, মানুষ ভাল সরকার ও উন্নয়নের পক্ষে। বিজেপির প্রধান লক্ষ্যই তাই। আমি এই রাজ্যবাসীদের ধন্যবাদ জানাতে চাই সমর্থনের জন্য। আমরা তিন রাজ্যে উন্নয়নের জন্য দিনরাত এক করে কাজ করব।"
বিজেপির কর্মীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, "কঠিন পরিশ্রম করে যারা এই ফল এনে দিলেন, সেই কর্মীদেরও ধন্যবাদ। প্রত্যেকেই উদাহরণ হয়ে থাকবেন। আমাদের কর্মসূচি ও অ্যাজেন্ডাগুলিকে সফল করে তুলেছেন।" তিন রাজ্যের অধিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।