লোকসভা নির্বাচনে এবার বিজেপির লক্ষ্য নতুন ভোটাররা । জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দেশের নতুন ভোটারদের সঙ্গে কথা বলবেন । আগামী ২৪ জানুয়ারী জাতীয় স্তরের একটি সম্মেলনের ব্যবস্থাও করা হয়েছে । সেখানেই নতুন ভোটারদের সঙ্গে ভার্চুয়ালি কথাবার্তা হবে মোদীর । তাই সম্মেলনের আগে বাংলার নতুন ভোটারদের জমায়েত করাতে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ।
রাজ্য বিজেপি সূত্রে খবর, বিধানসভা ভিত্তিক নতুন ভোটারদের জমায়েতের পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির । বঙ্গ বিজেপি সূত্রে খবর, প্রতিটি বিধানসভা এলাকায় যুব মোর্চা নেতাদের সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে । একইসঙ্গে এলাকার নতুন ভোটারদের সঙ্গে বেশি করে যোগাযোগ রাখতে বলা হয়েছে ।
লোকসভা নির্বাচনে এবার বাংলায় বিজেপির টার্গেট ৩৫ টি আসন । সেই লক্ষেই যুদ্ধের ময়দানে নেমে পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব । নির্দিষ্ট লক্ষে পৌঁছতে এবার বড় ফ্যাক্টর হতে পারেন নতুন ভোটাররা । তাই তাঁদের সঙ্গে জনসংযোগ স্থাপনের চেষ্টা শুরু হয়েছে । উল্লেখ্য, ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন জিতেছিল বিজেপি ।