PM Modi to meet CMS: বুধবার করোনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

Updated : Apr 27, 2022 07:19
|
Editorji News Desk

আজ,বুধবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । এদিন, প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক (PM Modi meet With cms) করবেন তিনি । সূত্রের খবর, এই বৈঠকে যোগ দিতে পারেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


দেশে ফের মাথাচারা দিচ্ছে করোনা । বিশেষ করে দিল্লিতে বেড়েই চলেছে সংক্রমণ । দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী । তাই গত কয়েকবারের মতো এবারও রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন । এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । স্বাস্থ্যমন্ত্রকের তরফে একাধিক শীর্ষ আধিকারিক থাকবেন । এই বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সংশ্লিষ্ট রাজ্য়ের করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইবেন প্রধানমন্ত্রী । তাছাড়া, করোনার চতুর্থ ঢেউ (Corona Fourth Wave) এলে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় বা সংক্রমণ নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ করা যায়, সেই বিষয়েও আলোচনা হবে এই বৈঠকে ।

উল্লেখ্য, এই মাসের শেষেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ৩০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা । তার আগে বুধবার প্রধানমন্ত্রীর ডাকা করোনা বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেন কি না সেদিকেই নজর থাকবে ।

আরও পড়ুন, Summer Vacation : রাজ্যের স্কুলে গরমের ছুটি কবে ? জানা যেতে পারে বুধবার নবান্নের বৈঠকে
 

চলতি বছরের শুরুতেই দেশে করোনার দাপট বেড়েছিল । করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলা করেছিল গোটা দেশ । তবে, এক মাসের মধ্যেই সংক্রমণের দাপট ধীরে ধীরে কমতে শুরু করে । এমনকী, ৩১ মার্চের পর থেকে গোটা দেশে করোনা বিধিনিষেধও তুলে নেওয়া হয় । কিন্তু, গত সপ্তাহ থেকেই ফের একাধিক রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ । সেই তালিকায় রয়েছে দিল্লি, মহারাষ্ট্র-সহ আরও বেশ কয়েকটি রাজ্য । এদিকে, ইতিমধ্যে দেশের পাঁচ রাজ্য দিল্লি, হরিয়ানা, মিজোরাম, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশকে সতর্ক করে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (ministry of Health and family welfare)।

narender modiCOVID 19Corona

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক