আগে 'মোদী' পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের দায়ে ফৌজদারি মামলার মুখে পড়তে হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার অভিযোগ তুললেন, জাতিগত পরিচয় নিয়ে অসত্য ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওড়িশার ঝাড়সুগুড়ায় 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' চলছে। বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জাতিগত পরিচয় নিয়ে মিথ্যা দাবি করছেন। আদতে তিনি OBC নন। সাধারণ শ্রেণিভুক্ত।" রাহুল গান্ধীর দাবি, "মোদী ওবিসি জাতিভুক্ত কোনও পরিবারে জন্মগ্রহণ করেননি। গুজরাতের সাধারণ শ্রেণিভুক্ত তেলি পরিবার জন্মগ্রহণ করেন। ২০০০ সালে বিজেপি সরকার ওই জনগোষ্ঠীকে 'ওবিসি' তকমা দেয়।"
আরও পড়ুন: লাঠি, ঝাঁটা,বাঁশ হাতে পথে মহিলারা, শাহজাহানদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ সন্দেশখালিতে