আমেরিকা সফরের পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলে জানা গিয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে বর্তমান পরিস্থিতি কী, তা নিয়েও কথা হয় তাঁদের। সম্প্রতি ভাড়াটে সেনা ফৌজ ওয়াগনর গ্রুপের বিদ্রোহ সামলেছে মস্কো। তারও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এমনই দাবি ক্রেমলিনের।
ক্রেমলিন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, গত ২৪ জুন রুশ নেতৃত্বের নির্দিষ্ট পদক্ষেপে যেভাবে রুশ নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা গিয়েছে, তার প্রতি সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: ফের টাইটানিক দর্শনের বিজ্ঞাপন, বিতর্কে সংস্থা ওশনগেট
গত শনিবার মস্কো দখলের অভিযান প্রকাশ্যে জানায় ওয়াগনর গ্রুপ। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই নাটকীয় পরিবর্তন ঘটে। মস্কো থেকে ২৮ কিলোমিটার দূরে এসেই মত পরিবর্তন করে ওয়াগনর গ্রুপ। জানায়, তাঁরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি। এরপরই ক্রেমলিনের তরফে প্রেস বিবৃতি জারি করে ফৌজদারি মামলা দায়ের হয়। জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। প্রিগোঝিনকে প্রধান বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করা হয়। রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, ওয়াগনর গ্রুপ অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করে দিয়েছে।