পাল্টে গেল রাজধানীর ইতিহাস (Delhi History)। রাজপথের (Rajpath) নাম পাল্টে হল ‘কর্তব্য পথ’ ঔপনিবেশিক অতীতের ছত্রছায়ামুক্ত হল রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়াগেট পর্যন্ত রাস্তা, নয়া সিদ্ধান্তের পেছনে কেন্দ্রের যুক্তি তেমনটাই।
দিল্লির ইন্ডিয়া গেটের সামনে বসল নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব মূর্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যে ছাউনির তলায় আগে অমর জওয়ান জ্যোতি ছিল, সেখানেই বসানো হয়েছে মূর্তিটি।
দু’লক্ষ ৮০ হাজার কিলোর গ্রানাইট পাথর খোদাই করে তৈরি হয়েছে মূর্তিটি। সময় লেগেছে ২৬ হাজার ঘণ্টা। মূর্তির ওজন প্রায় ৬৫ হাজার কেজি। উচ্চতা ২৮ ফুট। তেলঙ্গানার খম্মাম থেকে একটি ১০০ ফুট লম্বা, ১৪০ চাকার ট্রাকে করে সড়ক পথে দিল্লি আনা হয়েছে মূর্তিটিকে।