স্বচ্ছ ভারত অভিযানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধিজির জন্ম জয়ন্তীর আগের দিনেই ঝাড়ু হাতেই দেখা গেল তাঁকে। তাঁর সঙ্গে ছিলেন ফিটনেস বিশেষজ্ঞ অঙ্কিত বাইয়ানপুরিয়া। সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলেও শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
রবিবার দেশ জুড়ে স্বচ্ছভারত অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেইমতো নিজেও ঝাড়ু হাতে ময়দানে নেমে পড়েছিলেন। পাশাপাশি সুস্বাস্থ্যেরও বার্তা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী যে ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে, হাতে একটি গ্লাভস পরে এবং একটি ঝাড়ু নিয়ে ময়লা পরিষ্কার করছেন তিনি। যদিও ঠিক কোন জায়গায় ওই ভিডিওটি শ্যুট করা হয়েছে তা জানা যায়নি। এদিকে ওই ভিডিওর ক্যাপশানে লেখা, "আজ দেশের লক্ষ্য স্বচ্ছতা। অঙ্কিত বাইয়ানপুরিয়া এবং আমি সেই কাজটাই করেছি।"