কর্নাটকের (Karnataka) হিজাব (Hijab row) পরিহিত কলেজ ছাত্রীকে উদ্দেশ্য করে একদল যুবকের ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই বৃহস্পতিবার মুসলমান নারীদের উন্নয়নের জন্য নিজের সরকারের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)।
উত্তরপ্রদেশের সাহারানপুরের (Saharanpur) একটি সভায় গিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) তাঁর সরকারের আমলে ‘তিন তালাক’ আইন বাতিলের প্রসঙ্গ তুলে ধরেন।
আরও পড়ুন: আইপ্যাক নিয়ে মুখ খোলা যাবে না, সৌগত রায়কে বার্তা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের
মুসলমান নারীরা যখন তাঁর প্রশংসা করেন, তা শুনে মুসলমান ভোটব্যাঙ্ক নিয়ে রাজনীতি করা মোদী-বিরোধীদের পেটে ব্যথা হয়ে যায় বলেও মন্তব্য করেন মোদী (PM Modi)।
প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমরা ‘তিন তালাক’ আইনের অত্যাচার থেকে মুক্ত করেছি মুসলমান বোনদের। যখন থেকে মুসলমান বোনেরা খোলাখুলি বিজেপিকে সমর্থন করতে আরম্ভ করলেন, তখন থেকেই বিজেপি-বিরোধী ভোটলোভীদের সমস্যা হয়ে গিয়েছে। ওরা মুসলমান কন্যাদের উন্নতি রুখে দিতে চায়। আমাদের সরকার সবসময় মুসলমান নারীদের পাশে রয়েছে”।