মেট্রো স্টেশনে ঢুকলেন, টিকিটও কাটলেন। এরপর মেট্রোতে বসে পড়লেন। ট্রেন যখন চলছে, কথা বললেন সহযাত্রীদের সঙ্গে। ঠিক আর পাঁচজন যেমন করেন। শুক্রবার সকালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমনই চমক দিলেন প্রধানমন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসবেন, আগেই ঠিক ছিল। ভিভিআইপি গাড়িতে নয়, সাধারণ যাত্রীর মতো মেট্রোয় চেপে বিশ্ববিদ্যালয়ে পৌঁছলেন তিনি। এর আগেও দিল্লি মেট্রোতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। প্রতিবারই মেট্রোর অনুষ্ঠানে এসেছেন। কিন্তু অন্য কোনও অনুষ্ঠানে যোগ দিতে মেট্রো চড়েননি প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ৬ মাসের এক্সটেনশন পেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, হস্তক্ষেপ মোদীর
এদিন দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আগে পড়ুয়াদের সঙ্গে আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও আলাদা করে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে বিক্ষোভের আশঙ্কায় ছিল। তাই কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়। কালো জামাকাপড় পরাতেও নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।