অযোধ্যার রামমন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী। ১২টা ০৫ মিনিটে মন্দিরে প্রবেশ করলেন তিনি। এরপর গর্ভগৃহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এরপরই শুরু হয় প্রাণপ্রতিষ্ঠার রীতি। প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
এরপরই রামমন্দিরের প্রধান বিগ্রহের সামনে যান প্রধানমন্ত্রী। গত ১১ দিন ধরে সংযম পালন করছেন প্রধানমন্ত্রী। নতুন বিগ্রহের সামনে প্রাচীন বিগ্রহও আছে। সেখানেই হয় মন্ত্রোচ্চারণ, উপাচারের মাধ্যমে হয় প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান।
আরও পড়ুন: 'রাম রাম জয় রাজা রাম'...শঙ্কর মহাদেবনের গানে শুরু রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মোহন ভাগবত ছাড়াও গর্ভগৃহে ছিলেন উত্তরপ্রদেশের গভর্নর আনন্দিবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।