লোকসভা নির্বাচনের আগে ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস উপহার। মঙ্গলবার আহমেদাবাদে একটি অনুষ্ঠানে ট্রেনগুলির ফ্ল্যাগ-অফ করেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে বাংলাও পেল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি-পটনা রুটে চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস।
মঙ্গলবার আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আহমেদাবাদ থেকে মুম্বইয়ের এই ট্রেনে অনেক সুবিধা বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিন শুধু উদ্বোধন নয়, বেশ কিছু ট্রেনের রুটের বৃদ্ধিও করলেন প্রধানমন্ত্রী।
বর্তমানে দেশে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস চলে। এই সংখ্যা ৫০ নিয়ে যাওয়াই লক্ষ্য ভারতীয় রেলের। দেশে ৪৫টি রুট কভার করে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনগুলি।