কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল। কিরণ রিজিজুর পরিবর্তে দেশের নতুন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ভূ-বিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব পেলেন কিরণ রিজিজু । সম্প্রতি কেন্দ্র ও সুপ্রিম কোর্টের মধ্যে একাধিক বিষয় নিয়ে সংঘাত তৈরি হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনের তরফে নির্দেশিকা প্রকাশ করে রদবদলের কথা জানানো হয়। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুসারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেন। নতুন আইনমন্ত্রী অর্জুন রাম সংসদীয় বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রকের দায়িত্বও পালন করবেন।
সুপ্রিম কোর্টের সঙ্গে একাধিকবার বিরোধে জড়িয়েছে কেন্দ্র। সমলিঙ্গ বিবাহ নিয়ে সম্প্রতি নিজেদের অবস্থানে অনড় ছিল কেন্দ্র সরকার। যা নিয়ে খুশি ছিল না সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কলেজিয়াম নিয়েও নিয়মিত বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন আইন মন্ত্রী কিরণ রিজিজু। প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানান, বিটারপতিদের নাম সুপারিশ করার অধিকার কলেজিয়ামের থেকে কেড়ে নেওয়া উচিত কেন্দ্রের।