ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে প্রথমবার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফোনে দুই নেতার কথোপকথন হয়। টুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন টুইট করে প্রধানমন্ত্রী বলেন, বৃহস্পতিবার ফোনে কথা তাঁদের কথা হয়। গ্রেট ব্রিটেনের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নিয়ে তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানান, দুই দেশ যৌথ পরিকল্পনা করে কাজ করবে, এই নিয়ে কথা হয়েছে ঋষি সুনকের সঙ্গে। মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA-এর গুরুত্ব নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: 'ফল ভুগতে হবে', পাকিস্তানকে কেন হুশিয়ারি রাজনাথ সিংয়ের
সোশ্যাল মিডিয়ায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তিনি জানান, "গ্রেট ব্রিটেন ও ভারত, দুই গণতান্ত্রিক দেশ নিরাপত্তা আরও বাড়াতে পারবে। আগামী সময়ে দুই দেশ অর্থনৈতিক ভাবেও জুটি বাধতে পারবে।" তার জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র জানান, "আপনার সঙ্গে আন্তর্জাতিক সমস্যা নিয়ে কাজ করার জন্য মুখিয়ে আছি। ২০৩০ সালের রোডম্যাপও ঠিক করে নিতে চাই। ভারতীয়দের পক্ষ থেকে দীপাবলির শুভেচ্ছা।"