৩০০ ভারতীয় সহ ফ্রান্সে আটকে থাকা বিমান সোমবার দুপুর নাগাদ এসে পৌঁছল মুম্বই বিমানবন্দরে। মানব পাচার সন্দেহে বিমানটিকে শুক্রবার আটক করা হয়। বিগত তিনদিন ধরে ফ্রান্সের ভ্যাট্রি বিমানবন্দরে ছিল এয়ারবাস A340। রবিবার বিমানটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ফ্রান্সের একটি আদালত।
শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহী থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে নামানো হয়েছিল ফ্রান্সের একটি বিমানবন্দরে। সংবাদসংস্থা AFP সূত্রে খবর ওই বিমানে প্রায় ৩০০ জনেরও বেশি ভারতীয় ছিল। মানব পাচার রুখতেই ওই বিমানটিকে আটক করা হয়েছিল বলে সূত্রের খবর।
উল্লেখ্য, বিমানটি রোমানিয়ার বিমান পরিবহণ সংস্থা লিজেন্স এয়ারলাইন্সের । সোমবার দুপুর ২টো ২০ নাগাদ বিমানটি মুম্বইয়ে ল্যান্ড করে। সূত্র মারফত জানা গিয়েছে, বিমানটিকে আটক করার পর একাধিকবার যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।