কানপুরের(Kanpur) বিশিষ্ট সুগন্ধি প্রস্তুতকারক পীযূষ জৈনের (Piyush Jain) বাড়িতে তল্লাশি চালাবার পর, কর ফাঁকির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সোমবার একথা জানিয়েছেন দফতরের এক উর্দ্ধতন আধিকারিক।
গত সপ্তাহেই সংবাদ শিরোনাম এসেছিলেন পীযূষ জৈন(Piyush Jain)। সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে ওই বাড়িতে তল্লাশি চালাবার পর আয়কর দফতরের আধিকারিকরা নোট গণনার মেশিন নিয়ে নোটের স্তূপ গণনা করছেন। গত শুক্রবার টাকা গোনার যে কাজ শুরু হয়, তা শেষ হয়েছে গতকাল।
পিটিআই(PTI) জানিয়েছে ১২০ ঘন্টারও বেশি অভিযান চালানোর পর সোনা, রূপো ছাড়াও ২৫০ কোটি টাকারও বেশি নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, জৈনের কারখানা থেকে হিসেব বহির্ভূত চন্দনকাঠের তেল, কোটি টাকারও বেশি সুগন্ধি আটক করা হয়েছে।
শুধু তাই নয়, এই অভিযান চলাকালীন তাঁর বাড়ি থেকে ১৬টি দামী সম্পত্তির নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে কানপুরে(Kanpur) ৪টি, কনৌজে(Kanauj) ৭টি, মুম্বাইতে(Mumbai) ২টি এবং দিল্লিতে(Delhi) ১টির হদিশ মিলেছে। এছাড়াও দুবাইতে(Dubai) ২টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে।
আরও পড়ুন- AFSPA withdrawal: নাগাল্যান্ডে আফস্পা প্রত্যাহার নিয়ে কমিটি গঠন
রিপোর্টে আরও বলা হয়েছে যে, জৈনের বাড়িতে নগদ টাকার বান্ডিলগুলো কার্টন এবং ওয়ারড্রবে পাওয়া গেছে। পীযূষ জৈন সমাজবাদী পার্টি(SP) প্রধান অখিলেশ যাদব(Akhilesh Yadav) ঘনিষ্ঠ; তাঁর ভাইও সমাজবাদী পার্টির(SP) নেতা।
এই পীযূষ জৈনই হলেন সেই ব্যক্তি, যিনি সম্প্রতি সমাজবাদী পারফিউম নামক সুগন্ধি চালু করেছিলেন। এর উদ্বোধন করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব(Akhilesh Yadav)।