বিশ্ব যোগা দিবস উপলক্ষে দেশের সর্বত্র বিপুল উন্মাদনা। সমাজের সর্বস্তরের মানুষ শামিল হয়েছেন উদযাপনে। চিকিৎসক, আমলা, ক্রীড়াবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী- কে নেই! কিন্তু তার মধ্যেই নজর কেড়েছে একটি দৃশ্য। শারীরিক প্রতিবন্ধীরাও প্রবল উৎসাহে শামিল হয়েছেন এই মহাযজ্ঞে।
পুনের প্যারাপ্লেজিক রিহ্যাবিলিটেশন সেন্টার এবং আর্টিফিসিয়াল লিম্ব সেন্টারের সদস্যরাও সকাল সকাল যোগাভ্যাস করেছেন। সেই ছবিও সামনে এসেছে।
Koel Mallick-Yoga Day: শীর্ষাসনে 'মিতিন মাসি'! কোয়েল মল্লিকের ফিটনেস দেখে তাজ্জব ভক্তরা