Petrol Diesel price hike: ১৫ দিনে ১৩ বার মূল্যবৃদ্ধি! ফের জ্বলানির দাম বাড়ল দেশে

Updated : Apr 05, 2022 10:02
|
Editorji News Desk

শিরোনামটা একই থাকে। সংখ্যাগুলো পালটে পালটে যায়। গত ১৫ দিনে এই নিয়ে ১৩ বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম।  দেশে সর্বকালীন রেকর্ড ছুঁল পেট্রোলের (petrol) দাম। লিটারপ্রতি ৮৩ পয়সা বেড়ে কলকাতায় (kolkata) পেট্রোলের দাম হয়েছে ১১৪ টাকা ২৮ পয়সা। লিটারে ৮০ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৯৯ টাকা ২ পয়সা। এই ১৫ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ৯ টাকা ৬১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৯ টাকা ২৩ পয়সা।  

ইতিমধ্যে পেট্রোলের দামের পুরনো সব রেকর্ড ভেঙে রোজ নতুন রেকর্ড তৈরি হচ্ছে। দেশে তেলের দাম ক্রমাগত বাড়া নিয়ে রীতিমত উদবিগ্ন অর্থনীতিবিদদের একাংশ। রাশিয়া ইউক্রেনের ওপর সামরিক অভিযান ঘোষণার এক মাস পর্যন্ত জ্বালানির দাম বাড়েনি। অথচ পাঁচ রাজ্যে ভোট মিটতেই কেন লাগাম ছাড়া হারে জ্বলানির মূল্যবৃদ্ধি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও এ দেশে তার কোনও প্রতিফলন কেন নেই, তাও ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

জ্বালানির ক্রমাগত দাম বাড়ার ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যেরও মূল্যবৃদ্ধি আটকে রাখা যাচ্ছে না। সব মিলিয়ে মধ্যবিত্তের মাথায় হাত। 

তেল, চালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (Market Price Increased) অনেকটাই বেড়েছে । দাম বেড়েছে শাক-সবজি, মাছ, মাংসেরও ।

খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা । সরষের তেল লিটার প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা । অন্যদিকে, সয়াবিন, সূর্যমুখী, পাম তেলও ধরাছোঁয়ার বাইরে । এইসব তেলের দাম লিটার প্রতি বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা ।

কাটা মুরগির মাংসের দাম কেজিতে হয়েছে ২২০ থেকে ২৩০ টাকা । মাছ কিনতে গেলেও দুবার ভাবতে হচ্ছে বাঙালি মধ্যবিত্তদের ।

ইতিমধ্যে জ্বালানির দাম বাড়ার ফলে ট্রিপ পিছু ১২ % ভাড়া বাড়িয়েছে অ্যাপ ক্যাব সংস্থা উবর। 

ইতিমধ্যে একটি সংবাদমাধ্যমের দাবি, জ্বালানির দামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই দূরপাল্লার ট্রেনের টিকিটে দাম বাড়ানোর কথা ভাবছে ভারতীয় রেল (Indian Rail)।

সূত্রের দাবি, মূলত ডিজেল ইঞ্জিনে যে সব দূরপাল্লা ট্রেন এখনও চলে তাদের ক্ষেত্রেই এই ভাড়া বাড়ানোর কথা ভাবছে রেল বোর্ড। ওই সূত্রের আরও দাবি, হাইড্রোকার্বন (hydro-carbon) শুক্ল (surcharge) হিসাবে ১০ থেকে ৫০ টাকা বা ডিজেল কর (diesel tax) হিসাবে টিকিটের দাম বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

 

Fuel pricefuel pricesPetrol Diesel PricePetrol and diesel

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক