তদন্ত প্রায় শেষের পথে। যান্ত্রিক ত্রুটি বিচ্যূতি নয়। করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পিছনে মানুষের হাত আছে। দুর্ঘটনার ৪০ ঘণ্টার মধ্যে স্পষ্ট করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। তিনি জানান, তদন্তের কাজ শেষ হয়েছে। এই কাজ যারা করেছেন, তাদের চিহ্নিত করাও হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, "রেলের সেফটি কমিশনার দুর্ঘটনাস্থলে ছিলেন। সিআরএস সবার সঙ্গে কথা বলেছেন। দ্রুত তদন্ত এগিয়েছেন। এই কাজ যারা করেছেন, তাঁদের চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ শীঘ্র জানা যাবে।"
এদিকে কবচ থাকলে দুর্ঘটনা এড়ানো যেত, সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে রেল। রেলওয়ে বোর্ডের সদস্য জয়া বর্মা সিনহা সাফ জানিয়েছেন, কবচ থাকলেও এই দুর্ঘটনা এড়ানো যেত না।
কেন কবচ থাকলেও সুরক্ষা কাজ করত না! রেল জানিয়েছে, ট্রেন দুর্ঘটনার কারণগুলির মধ্যে প্রথম সারিতে থাকে সিগন্যালের ত্রুটি। যখন কোনও চালক সিগন্যাল না দেখে এগোন, তখনই কবচ সক্রিয় হয়। এবার সিগন্যাল পড়তে ভুল করেননি চালক।